শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শিবপুরের বিদায়ী ইউএনও জিনিয়া জিন্নাতকে সংবর্ধনা

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১
শিবপুরের বিদায়ী ইউএনও জিনিয়া জিন্নাতকে সংবর্ধনা
শিবপুরের বিদায়ী ইউএনও জিনিয়া জিন্নাতকে সংবর্ধনা

নরসিংদীর শিবপুরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতকে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবপুর উপজেলা শাখা। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ইউএনওর বাসভবনে বিদায় লগ্নে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শিবপুর উপজেলা শাখার সভাপতি নূর উদ্দিন মো: আলমগীর, সহ সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, নরসিংদী প্রেস ক্লাবের সদস্য, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের শিবপুর উপজেলা প্রতিনিধি এস এম আরিফুল হাসান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর শিক্ষা বিষয়ক সম্পাদক কনিকা আক্তার, দপ্তর সম্পাদক ও শিবপুর প্রেস ক্লাবের সদস্য আতাবুর রহমান সানি প্রমুখ।

এসময় ইউএনও জিনিয়া জিন্নাত যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সংগঠনটির ভবিষ্যতে আরো এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে