শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

মধ্যনগরে বিয়ের দুই দিন পর বরের আত্মহত্যা

ধর্মপাশা ও মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪
মধ্যনগরে বিয়ের দুই দিন পর বরের আত্মহত্যা
মধ্যনগরে বিয়ের দুই দিন পর বরের আত্মহত্যা

সুনামগঞ্জের মধ্যনগরে বিয়ের দুই দিন পর কনের দুলাভাইয়ের সাথে রাগ রুবেল মিয়া (২৭) নামের এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে এই ঘটনা ঘটে। রুবেল সাড়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রুবেল মিয়ার বিয়ে করে। পরদিন শনিবার (২৩ সেপ্টেম্বর) ধুমধামের সাথে বৌভাত অনুষ্ঠান সম্পন্ন হয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিয়ে উপলক্ষে আসা অতিথি ও স্বজনদের মাঝে উপহার দিতে গিয়ে দুলাভাই ধর্মপাশা উপজেলার কচুয়ার চর গ্রামের আবুল মিয়ার সাথে বর রুবেল মিয়ার উপহার নিয়ে কথা কাটাকাটি হয়।

এসময় উপস্থিত রুবেলের বড়ভাই তাকে ধমক দিলে সে চলে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন রুবেল কে খুঁজে পাচ্ছিলেন না। পরে রুবেল মিয়ার সহোদর ভাই রফিকুল মিয়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে দেখেন ঘরের আড়ের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে রুবেল।

এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে