খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রীসহ মোঃ হানিফ(৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে রামগড় থানা পুলিশ। রোববার (২৪ সেপ্টেম্বর) রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ড বল্টুরাম টিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি বাসা থেকে ঔষধ ও প্রসাধনী সামগ্রীসহ মোঃ হানিফকে আটক করে। হানিফ বল্টুরাম এলাকার সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ মালামাল প্রবেশ ও মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বল্টুরামটিলায় অভিযান পরিচালনা করেন রামগড় থানায় কর্মরত এসআই মোঃ ফরহাদুল হক,এস.আই সামছুল আমিন,এসআই মহসিন মস্তোফা, এএসআই শাহাদাত হোছাইনসহ পুলিশের একটি দল।এসময় ভারত থেকে চোরাই পথে আনা প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিভিন্ন ঔষধ ও প্রসাধনী সামগ্রীসহ বাসা থেকে হানিফকে আটক করে।
রামগড় থানার ওসি মো: মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায় । এ সময় পুলিশের অভিযান টের পেয়ে এক চোরাকারবারি পালিয়ে গেলেও মো: হানিফ নামে একজনকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ আটক করা হয়।
এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫এর ‘খ’ ধারায় একটি মামলা রুজু হয়েছে।আসামীকে আইননুসারে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
যাযাদি/ এস