পিরোজপুরের কচাঁ নদী থেকে ৬ কয়লা চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার কা ন হাওলাদারে পুত্র আলাউদ্দিন হাওলাদার, সদর উপজেলার কুমিরমারা এলাকার সিদ্দিক ফকিরের পুত্র সোহেল ফকির, ঝালকাঠী জেলার সিদ্ধকাঠী এলাকার আতাহার গাজীর পুত্র বেল্লাল গাজী, সদর উপজেলার গুয়াবায়িড়া এলাকার শামসুল হকের পুত্র আ: রশিদ শেখ, ফরিদপুর জেলার কান্দাকুল গ্রারেম আইনউদ্দিন শেখের পুত্র শাহদাত হোসেন এবং মানিকগঞ্জ জেলার মৌহালি এলাকার মৃত হাকিম উদ্দিনের পুত্র দবির উদ্দিন।
পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, নদী পথে চোরাচালান, কালোবাজারী ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১.১০ মিনিটে পিরোজপুর সদর থানাধীন কচাঁ নদীতে নোঙ্গর করা এম ভি কুইন-১ জাহাজটি ৩ হাজার টন কয়লাসহ আটক করা।
আটককৃত কয়লার মূল্য ৬ কোটি ৬০ লক্ষ টাকা। জাহাজটি কয়লা নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলো। এ সময় কার্গো জাহাজটি হতে কয়লা কালোবাজারী করার সময় পুলিশ ৬ জনকে আটক করে। এছাড়া পুলিশ একটি ইঞ্জিনচালিত বাল্কহেড আটক করে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
যাযাদি/ এস