'ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' শ্লোগানে দেশ ও জাতির স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা - কে আবারো ক্ষমতায় আনার লক্ষ্যে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সভাপতিত্বে এবং উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়জ মোঃ জাহাঙ্গীর আলম ভূঞা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন ফেরদৌসের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সাংসদ ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ।
স্বাগত বক্তব্য রাখেন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ সানোয়ার হোসেন ছানু। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনিতে বইছে বঙ্গবন্ধুর রক্ত, সারা বিশ্ব শেখ হাসিনাকে মনে করে উন্নয়নের রোল মডেল । তাঁর নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে । বিএনপি -জামাত সেই উন্নয়নের ধারাকে ব্যহত করতে চায়। আমরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি । তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে । আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি মনোনয়ন দেন, আমি যদি নির্বাচিত হই, এলাকায় এখন যতটুকু উন্নয়ন হয়েছে এর চেয়েও কয়েক গুণ বেশি হবে। এখন রাস্তায় হাঁটতে গিয়ে কাদা লাগার ভয়ে থাকেন তখন রাস্তায় হাঁটতে গিয়ে কাদা খুঁজতে হবে শখ করে পায়ে কাদা লাগাবেন !
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুব লীগের সদস্য আব্দুল ওয়াহাব ঝুটন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও সনুই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শহীদুল ইসলাম বাবুল, আটপাড়া উপজেলা যুব লীগের সভাপতি নিজাম ইয়ার খান, কেন্দুয়া উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন চৌধুরী, কেন্দুয়া পৌর যুব লীগের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম বাদল, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আপেল মাহমুদ, কেন্দুয়া পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাফিত হোসেন বিজয় প্রমুখ ।
এছাড়াও কেন্দুয়া-আটপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও তৃণমূলের অসংখ্য নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
যাযাদি/ এস