শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
walton

ভাঙ্গুড়ায় দুগ্ধ ব্যবসায়ী মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৩

উৎসব মুখর পরিবেশে পাবনার ভাঙ্গুড়ায় দুগ্ধ ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচিতদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৮সেপ্টেম্ব) সকাল ১১টায পৌর সদরের ঐতিহ্যবাহী জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্ত¡রে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুগ্ধ ব্যবসায়ী মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ নঈম সোহাগ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির অন্যতম উদেষ্ঠা মন্ডলী আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন, উপদেষ্ঠা মোঃ আজিজুর রহমান শফি, মোঃ হাসিনুর রহমান, মোঃ রায়হান আলী, মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন নবনির্বাচিতদের পরিচয় করিয়ে দেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মন্ডলী, কার্যনির্বাহী কমিটি ও সম্মানিত সকল সমস্যাদের পুষ্পমাল্য গলায় পরিয়ে বরণ করে নেন। পরিচিতি সভায় সমিতির সভাপতি মা ডেইরী মিল্ক ও সাবিদ এন্টারপ্রাইজের মালিক মোঃ নইম সোহাগ বলেন, মেধা সম্পুর্ণ জাতি গড়তে দুধের বিকল্প নেই।

দুধ একটি আদর্শ খাবার। আমরা যতগুলো পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পাই তার মধ্যে দুধের উপকারিতা সবচেয়ে বেশি। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও আমিষের চাহিদা পূরণে এর বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া দুগ্ধ ব্যবসায়ী মালিক সমিতি প্রতিষ্ঠা করা হয়েছে।

সভা শেষে দুপুরে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে