শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১০:৪২
আখাউড়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা
আখাউড়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কেরি পোকা দমনের ট্যাবলেট খেয়ে মোঃ সাহিদ (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পেয়েছে।

নিহত সাহিদ পৌরসভার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নিজাম উদ্দিনের পুত্র। সে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। তবে কি কারণে আত্মহত্যা করেছে এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

পুলিশ ও নিহতের পরিাবর সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ১১টার দিকে সাহিদ কেরির ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন প্রথমে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ন ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ফুফু পারিজা বেগম জানান, দুই ছেলেকে নিয়ে সাহিদের মা আখাউড়ায় ভাড়া বাসায় থাকতেন। সাহিদ রাতে চালের দেওয়ার বড়ি খেয়েছে বলে তার মা জানিয়েছে।

এ ব্যপারে জানতে চাইলে গোপীনথারপুর ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সদস্য মোঃ জাকির হোসেন বলেন, নিজাম উদ্দিন প্রবাসে থাকে। তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আখাউড়ায় ভাড়ায় বাসায় থাকতো। সকালে খবর পেয়েছি নিজামের ছেলে সাহিদ মারা গেছে।

এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন সাহিদের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে