বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৩:৫৫
মেলান্দহে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে আঙ্গুরী বেগম (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ আঙ্গুরী বেগম শ্যামপুর ইউনিয়নের ৫নং চর এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী ও মৃত হোসেন আলী শেখের মেয়ে।

খবর পেয়ে সোমবার (০২ অক্টোবর) সকাল ৭টা দিকে গৃহবধূর স্বামীর বড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবার সূত্রে জানাগেছে, ০১ অক্টোবর ( রবিবার) দিবাগত রাতে স্বামী আমিজ উদ্দিন নাটক দেখতে যওয়ার কথা শুনে বাধা দেয় স্ত্রী আঙ্গুরি বেগম। বাধার পরেও স্ত্রীর কথা না শুনে নাটক দেখতে যায় আমিজ উদ্দিন। নাটক দেখা শেষ করে রাত ৩টার দিকে বাড়ি ফিরে আমিজ উদ্দিন। বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি ও খুজাখুজির পর মাচার উপর আঙ্গুরির ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে চিৎকার চেচা মেচিতে আশেপাশে লোকজন এসে পুলিশে খবর দেয় পরে সোমবার সকালে আঙ্গুরির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে