বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
walton

অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : ইউএনও সঞ্চিতা বিশ্বাস 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৫:০৯

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা' এই স্লোগান কে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ সোমবার (২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

তিনি বলেন,২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই জন্য প্রতিটি ক্ষেত্রে কৃষি,শিল্প সেবাসহ উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য।

সভাপতির বক্তব্যে ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উৎপাদনশীলতা বাড়লে শ্রমিকরা বেশি মজুরি পাবেন। শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং এতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন সহজ হবে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে