শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বোদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৭:০৫
বোদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বোদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বোদায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিতে প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন, বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায়, বোদা পাথরাজ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রবীর চন্দ নয়ন, উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ বর্মন, সাধারণ সম্পাদক উদয় কুমার ঘোষ, বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ (শিশা) প্রমুখ।

এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ পৌরসভার পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা ও প্রতিটি দুর্গা পুজা মন্ডপের কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন্।

এবারে এই উপজেলায় ৯৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টেবর পুজা শুরু হবে বলে জানা গেছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে