শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন রানাকে কলমাকান্দায় গণসংবর্ধনা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ২০:০৪
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন রানাকে কলমাকান্দায় গণসংবর্ধনা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দিন রানাকে তার নিজ এলাকা নেত্রকোনার কলমাকান্দায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয় মাঠে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা ছাত্রলীগ কমিটির যৌথ আযোজনে এ সংবর্ধনার দেয়া হয়। এ উপলক্ষে আলোচনা সভায় কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান লিটন ও সহসভাপতি নূর খান মিঠু, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন মাহি, কলমাকান্দা উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম ও যুগ্ম আহবায়ক অমিত আকুঞ্জি, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক টিপু সুলতান প্রমুখ।

উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মী সহ প্রায় বিপুল সংখক নেতাকর্মী যোগদেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে