শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ০৩ অক্টোবর ২০২৩, ১৮:২৭
নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন
নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন

নেত্রকোনা জেলা মহিলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনানের সামনের সড়কে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি সাফিয়া লায়েছের সভাপতিত্বে এবং সম্মানিত সদস্য শাম্মী খানের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, উপদেষ্টা অধ্যাপক নেলী বড়–য়া, আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, প্রশিক্ষন সম্পাদক ফাহমিনা সুলতানা, জেলা-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সম্পাদক মন্ডলী অধ্যাপক চয়ন সিংহ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির লিগ্যাল এইড কর্মকর্তা কোহিনুর বেগম, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী, রবীন্দ্র সংসদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পূরবী কুন্ড প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে