বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তারাকান্দায় নারী ফুটবল দলকে সংবর্ধনা

তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি
  ০৩ অক্টোবর ২০২৩, ১৯:৩১
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তারাকান্দায় নারী ফুটবল দলকে সংবর্ধনা

৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়-২০২৩ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বাট্রা ভাটপাড়া সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবল দলকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার(৩সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক।

তারাকান্দা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস'র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফাহমিদা সুলতানা,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাওন কিশোর ধর, বাট্রাভাট পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবতাব উদ্দিন প্রমূখ।

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার নারী ফুটবল দলকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সকল কর্মকর্তা, নারী ফুটবল দলের সকল অভিভাবক ও সকল শিক্ষকবৃন্দ প্রমূখ।

জানা যায়, ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চারটি অঞ্চলে ভাগ করা হয়েছে। বাট্রা ভাটপাড়া সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবল দল পদ্ম অঞ্চল অংশগ্রহণ করে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দলকে উপজেলা সর্বস্তরের জনগণ সাধুবাদ ও ভূয়িসী প্রশংসা করছেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে