দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (০২ অক্টোবর) নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে আলোচনা সভা, রক্তদাতাদের মাঝে পুরষ্কার বিতরন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপন করা হয়।
কর্মসূচির শুরুতে বেলা ১১টায় শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় স্থানীয় এক ডায়াগনস্টিক সেন্টারে রক্তদানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। নওগাঁ ব্লাড সার্কেলের সাংগঠনিক সম্পাদক দীপ কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোল্ড জিমনেসিয়াসের স্বত্বাধিকারী জাকারিয়া ফেরদৌস, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের আর্কিটেকচার টেকনোলজির সাবেক শিক্ষক ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্লাড সার্কেলের অর্থ সম্পাদক নাহিদ হাসান, সদস্য মীর রাগিব মাসুম, রিজভী আহমেদ রেজওয়ান, মনিরুল ইসলাম শামীম এবং রক্তদাতা আরিফুল ইসলাম প্রমূখ।
ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ বলেন, রক্তদান একটি মহৎ কাজ। রক্তদাতাদের মাধ্যমে প্রতিনিয়ত হাজারো মানুষের প্রাণ বেঁচে যাচ্ছে। তাই রক্তদান বিষয়ে মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। পেশাদার কোন রক্তদাতাদের কাছ থেকে মানুষ যেন রক্ত গ্রহণ না করে, সে বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। নওগাঁ ব্লাড সার্কেলের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আলোচনা সভা শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে গত ১ বছরে সেরা রক্তের যোগানদাতা সদস্যদের নাম প্রকাশ করে ব্লাড সার্কেল। যেখানে এবছর ১ হাজার ৩৬৪ ব্যাগ রক্তের যোগানদাতা হিসেবে ব্লাড সার্কেলের সাধারন সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম, ৩৫৬ ব্যাগ রক্তের যোগানদাতা হিসেবে আবরার রাকিব, ৮৪ ব্যাগ রক্তের যোগানদাতা হিসেবে তরিকুল ইসলামের নাম প্রকাশ করা হয়। সেরা যোগানদাতা এসব ভলেনটিয়ারসহ নতুন রক্তদাতাদের মাঝে পুরষ্কার হিসেবে বই বিতরন করেন ডেপুটি সিভিল সার্জন ডা: মুনীর আলী আকন্দ। এছাড়াও স্থানীয় ওই ডায়াগনস্টিক সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ৬ জন রক্তদান করেন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের প্রধান সড়ক সংলগ্ন ভবন ও স্কুল-কলেজের দেয়ালে রক্তদানে স্থানীয় যুবকদের উদ্বুদ্ধকরনে বিভিন্ন তাৎপর্য সম্পন্ন পোস্টার সাটানো হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠ এবং সড়কের পাশে বৃক্ষরোপন করেন ব্লাড সার্কেলের সদস্যরা।
উল্লেখ্য: ৩ জন তরুণদের নিয়ে ২০১৭ সালের ২ অক্টোবর প্রতিষ্ঠা হয় নওগাঁ ব্লাড সার্কেল। বর্তমানে স্বেচ্ছাসেবী ওই সংগঠের সদস্য ৬০০ জন ছাড়িয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিনামূল্যে ৪ হাজার ৮০০ ব্যাগ রক্তের যোগান দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
যাযাদি/ এস