শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার লয়খাঁ গ্রামে পূর্ব শুত্রতার জের ধরে মারপিটের ঘটনা ঘটেছে । গতকাল রোববার ১৯শে নভেম্বর দুপরে ওই গ্রামের জাফর আলীর বাড়িতে মৃত আব্দুর রশিদের ছেলে দুদু মিয়া, লেবু মিয়া, পিতা অজ্ঞাত আমিনুল ইসলাম পিতা লেবু মিয়া ও আমেনা বেগম স্বামী দুদু মিয়া অতর্কিত অনাধিকার ভাবে প্রবেশ করে মারপিট করে চলে আসে ।
জানা গেছে ভিক্ষুক জাফর আলীর পরিবারকে উচ্ছেদের জন্যে পূর্ব শুত্রতার জের ধরে এ ঘটনা ঘটে । এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় গতকাল সন্ধ্যায় জাফরের আলীর স্ত্রী বাদী হয়ে ৪জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগে প্রকাশ দেশীয় অস্ত্র দা,লোহার রড, ও বাশেঁর লাঠি নিয়া বসত বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকী দিয়ে এলাপাতারি ভাবে মারপিট করে চলে যায় । এ ব্যাপারে বিবাদী লেবু মিয়া জানায় আমরা মারপিট করি নাই ।
অভিযোগকারী ফুরফুরি বেগম জানায় আমাকে এখান থেকে উচ্ছেদ করার জন্যে দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে । তার জের ধরে আমার বাড়িতে তারা প্রবেশ করে আমার ছেলে সহ স্বামীকে মারপিট ও ভাংচুর করে তারা চলে যায় । পুশিশ সূত্রে জানা গেছে অভিযোগ পাওয়াগেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
যাযাদি/ এস