বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ১৩:১৩

খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয় উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময়ে ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম, রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিত বালা, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, আ’লীগ নেতা আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, প্রভাষক জিএম ফারুক, মোল্যা সোহেল রানা, উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, কাজী আব্দুল মজিদ, শিশির ফৌজদার, শিমুল বিশ^াসসহ ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা থেকে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ঢাকাস্থ দলীয় কার্যালয় চত্বরে। সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ পরপর ৩ বার এবং ৬ মাসের জন্য আরো একবার মিলে ৪বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এবারও তিনি একই সংসদীয় আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে