কিশোরগঞ্জের কটিয়াদীতে পরিবার কল্যান সেভা ও প্রচার সপ্তাহের উপলক্ষে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. ওলি আহম্মদ, ডা. শফিকু জাম্মান মিজান, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, পিযুষ কান্তী সরকার প্রমুখ। আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যান সেভা ও প্রচার সপ্তাহ চলবে।
যাযাদি/এসএস