শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
জাতীয় সংসদ নির্বাচন

গাজীপুরে আওয়ামীলীগ-তৃণমুল বিএনপিসহ ৫১ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন, দাখিল-১১

গাজীপুর প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২৩, ২১:৪৫
গাজীপুরে আওয়ামীলীগ-তৃণমুল বিএনপিসহ ৫১ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন, দাখিল-১১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বুধবার পর্যন্ত আওয়ামীলীগ-তৃণমুল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৫১ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার পর্যন্ত গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন থেকে ৫১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ এবং ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাজীপুরে পাঁচটি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার পর্যন্ত ৫টি সংসদীয় আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৫১ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে গাজীপুর-১ আসনে আওয়ামীলীগ প্রার্থী আকম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক মো. কামরুল আহসান রাসেল, জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, তৃণমুল বিএনপি’র প্রার্থী চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফজলুর রহমান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো. সফিকুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মানিক সরকার, স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম, জাতীয় পার্টির প্রার্থী আল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন’র প্রার্থী মো. আর্শেদুজ্জামান, তৃনমুল বিএনপি’র প্রার্থী মো. আ: জাব্বার সরকার এবং গণফ্রন্টের নামে জেলা কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম।

গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন- তৃণমুল বিএনপি’র প্রার্থী চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, জাকের পার্টির প্রার্থী মানিক সরকার।

গাজীপুর-২ আসন থেকে আওয়ামীলীগ প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল, জাতীয় পার্টির প্রার্থী মো. জয়নাল আবেদীন, গাজীপুর গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী রিনা রহমান, ন্যাশনাল পার্টির প্রার্থী কাজী হাসিবুর রহমান রাব্বি, স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসান বিপ্লব, স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন, তৃনমুল বিএনপি’র প্রার্থী ফয়সাল আহমেদ, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী এএম জাহাঙ্গীর আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মো.আমির হোসাইন এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী ।

গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন, জাকের পার্টির প্রার্থী রিনা রহমান।

গাজীপুর-৩ আসন থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি), আওয়ামীলীগের প্রার্থী রুমানা আলী (এমপি), কৃষক-শ্রমিক-জনতা লীগের জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক মন্ডল বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হাসান, জাকের পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. জয়নাল আবেদীন দপ্তরী, জাতীয় পার্টির প্রার্থী এফএম সাইফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী একেএম সাখাওয়াত হোসেন খাঁন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো. জয়নাল আবেদীন। গাজীপুর-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপি), কৃষক-শ্রমিক-জনতা লীগের জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, জাকের পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন ও জাসদের প্রার্থী মো. জহিরুল হক মন্ডল বাচ্চু।

গাজীপুর--৪ আসন থেকে আওয়ামীলীগ প্রার্থী সিমিন হোসেন (রিমি) এমপি, স্বতন্ত্র প্রার্থী সামসুল হক, জাকের পার্টি প্রার্থী জুয়েল কবির, জাতীয় পার্টির প্রার্থী মো. সামশুদ্দিন খান, বাংলাদেশ সুপ্রীম পার্টির’র প্রার্থী মাসুদ চৌধুরী,বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সারোয়ার-ই- কায়নাত এবং স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ ।

গাজীপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ প্রার্থী সিমিন হোসেন (রিমি) ও জাকের পার্টি প্রার্থী জুয়েল কবির

গাজীপুর-৫ আসন থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ প্রার্থী মেহের আফরোজ চুমকি, স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী উর্মি (ট্রান্স জেন্ডার), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মো. আল আমিন দেওয়ান, গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া, জাকের পার্টির প্রার্থী এএসএম মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, জাসদ প্রার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন ।

গাজীপুর-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ প্রার্থী মেহের আফরোজ চুমকি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী উর্মি।

রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুয়ায়ি ৩০নভেম্বর পর্যন্ত নির্বাচনের রিটার্নিং/সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে হবে। যা ১-৪ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ৫-৯ ডিসেম্বর, আপিল নিস্পত্তি ১০-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারী।

গাজীপুরের ৫টি আসনে এবার মোট ভোটার সংখ্যা হলো ২৬ লাখ ১৩ হাজার ৬২৯। তাদের জন্য মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে