আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নীলফামারীর-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে ১০ জন মনোনয়ন গ্রহণকারীর মধ্যে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন সৈয়দপুরে। বাকী ১জন স্বতন্ত্র প্রার্থী আহমেদ শরিফ স্বপন বিকেল ৪টার পর মনোনয়ন জমা দিতে আসলে তার মনোনয়ন গ্রহণ করা হয়নি।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকারের হাতে যারা মনোনয়ন জমা দিলেন তারা হলেন-(১) বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রার্থী বীর-মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, (২) জাপা (এ)’র মনোনয়নপ্রাপ্ত বর্তমান এমপি আহসান আদেলুর রহমান, (৩) গণতন্ত্র বিকাশ মঞ্চের ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানীর বীর-মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, (৪) তৃণমূল বিএনপি’র ড. আব্দুল্লাহ আল নাসের, (৫) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের কমান্ডার (অব.) এম সাজেদুল ইসলাম ও (৬) জাসদ (ইনু)’র আজিজুল হক। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যথাক্রমে (১) আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন, (২) আ’লীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন ও (৩) ইকু গ্রুপের চেয়ারম্যান জাপা (এ) নেতা আলহাজ্ব সিদ্দিকুল আলম মনোনয়ন জমা দিয়েছেন।
যাযাদি/ এস