বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

মান্দায় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৭
মান্দায় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন

নওগাঁর মান্দায় ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “লাল সবুজ উন্নয়ন ক্লাব” কর্তৃক আয়োজিত এ খেলার শুভ উদ্বোধন করেন মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এম.পি পদপ্রার্থী এ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু।

এসময় উপস্থিত ছিলেন,“লাল সবুজ উন্নয়ন ক্লাব” এর সভাপতি নূরনবী,সহ-সভাপতি আব্দুল বারিক,সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদ,সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন,সদস্য আলমামুন,শাহীদ এবং মাসুদ রানা প্রমূখ। অন্যান্যের মধ্যে ইউ’পি সদস্য শাহাদত হোসেন, মর্জিনা খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

“লাল সবুজ উন্নয়ন ক্লাব” এর সাধারণ সম্পাদক হারুন-অর- রশিদ বলেন, অত্র এলাকার যুব-সমাজকে মাদক ও মোবাইল গেম থেকে দূরে রাখার জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। আর এ জন্যই এ ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। ১৬ টিমের এ খেলায় প্রথম পুরস্কার ২৪’’ কালার মনিটর এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মোবাইল প্রদান করা হবে বলেও জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে