দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ বরুড়া আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এই আসন থেকে ভোটে লড়তে মোট ১৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন যাদের মধ্যে চারজনের মনোনয়ন পত্র বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বিভিন্ন দলের মনোনীত প্রার্থী সহ ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুমিল্লা ৮ বরুড়া আসনের ১৫ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়।
জেলা রিটানিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান কুমিল্লা আর বরুড়া আসনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন:
১ স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমেদ (১% সমর্থন সূচক তালিকায় গরমিল থাকার কারণে)
২ বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আবুল ফারাহ মোঃ আব্দুল আজিজ (শিক্ষা সনদ এবং আয় করের সমর্থনে কোন কাগজপত্র বা টি আই এন নম্বর না থাকার কারণে)
৩ স্বতন্ত্র প্রার্থী তাহমিনা চৌধুরী (১% তালিকায় সমর্থন সূচক গরমিল থাকার কারণে)
৪ বাংলাদেশ কংগ্রেস পার্টির মোঃ হান্নান মিয়া (হলফ নামায় তথ্য গোপন রাখার কারণে)যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হলো তারা হলেন:
১ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু জাফর মোঃ শফিউদ্দিন
২ স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন
৩ গণফ্রন্ট জিএফ) মনোনীত প্রার্থী মোঃ দুলাল মিয়া
৪ বাংলাদেশ তরিকত ফেডারেশন (বি টি এফ) মনোনীত প্রার্থী সৈয়দ রেজাউল হক চাঁদপুরী
৫ ইসলামী ঐক্য জোট (আই.ও.জে) মোঃ মফিজ উদ্দিন আহমেদ
৬ বাংলাদেশ সুপ্রিম পার্টি ( বি.এস.পি) মনোনীত প্রার্থী মোজাম্মেল হক বশির
৭ স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী
৮ জাকের পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম
৯ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এইচ এম. এম ইরফান
১০ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মোঃ আহসান উল্লাহ
১১ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বি.আই.এফ) মনোনীত প্রার্থী মোঃ মাস উদুল আলমযাযাদি/ এম