শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৮
ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত
ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত

৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরতন ডিসি কোট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে দিনটির তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসনেসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহীনি ও মিত্রবাহিনীর আক্রমনে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার ও তার দোসররা। আকাশে উড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম ও গ্রামান্তরে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে