শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৫২
ফুলবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন
ফুলবাড়ীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন

দিনাজপুরের ফুলবাড়ীতে সারা দিনে মেঘে ঢাঁকা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি দেখা মিলেনি সূর্য্যরে আলো, স্থবির হয়ে পড়েছে জনজীবন।

সৃষ্ট লঘুচাপের ফলে গত বুধবার সন্ধা ধেতে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি, শীতের বৃষ্টি উপেক্ষা করে শ্রমজীবিরা বের হলেও, ঘর থেকে বের হয়নি অধিকাংশ মানুষ, স্থবির হয়ে পড়েছে জনজীবন। শহরের রাস্তা-ঘাট প্রায় জনশূন্য। দিনমজুর রিক্সা চালকসহ শ্রমজীবিরা বের হলেও তাদের তেমন কোন কাজ মিলেনি বলে জানান তারা।

এদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে মাঠে ভিজে গেছে আমনধানও, এতে উৎপাদীত ধান মাঠে ঝড়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকগণ। কৃষকরা বলছেন এই ভাবে চলতে থাকলে মাঠে থাকা আমন ধান ঝড়ে যেতে পরে, ক্ষতি হতে পারে খড়েরও,এতে করে বড় রকমের ক্ষতির শিকার হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। তবে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলছেন, দু-এক দিনের মধ্যে আকাশ পরিস্কার হয়ে গেলে তেমন কোন ক্ষতি হবেনা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে