ভোলায় ২ লাখ ৭৬ হাজার শিশু পাবে ভিটামিন 'এ' ক্যাপসুল। ভোলার তিনটি পৌর সভা ও সাত উপজেলায় ১ হাজার ৬৯০ টি স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ওই কেন্দ্রগুলোতে আগামী ১২ ডিসেম্বর ৬মাস থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৯৯৭ জন শিশুদের নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৩ হাজার ২৮০জন শিশুদের লাল রংয়ের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা সিভিল সার্জনের কনফারেন্স কক্ষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য নিশ্চিত করে জানান ভোলা সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামান।
এসময় জেলা সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামানের সভাপতিত্বে এসময় সভায় আরো বক্তব্য রাখেন, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মনিরুল ইসলাম, প্রবীন সাংবাদিক এমএ তাহের, আজকের ভোলা সম্পাদক শওকাত হোসেন,,প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমূখ।
যাযাদি/এসএস