রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  ০৯ ডিসেম্বর ২০২৩, ১৪:১১
কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে 'জয়িতা অন্বেষণে বাংলাদেশ' কার্যক্রমের আওতায় গাজীপুরের কালীগঞ্জে জয়িতা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায উপজেলা মহিলা বিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান।

জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, জয়িতা নুসরাত কবির প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, জয়িতা ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

পরে "সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী" ক্যাটাগরিতে গাজীপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা নুসরাত কবিরকে সম্মানে ভূষিত করা হয়। এ সময় তার হাতে ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে