শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বছরের প্রথম দিনেই হাতে হাতে নতুন বই

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৪, ১৪:১৩
বছরের প্রথম দিনেই হাতে হাতে নতুন বই

বছরের প্রথম দিনেই সারাদেশের ন্যয় হাইমচর উপজেলায় প্রত্যেকটি প্রাক-প্রাথমিক স্কুলে নতুন বই শিক্ষাথীদের হাতে তুলে দেওয়া হয়।

১ লা জানুয়ারী সোমবার ঐতিহ্যবাহী দূর্গাপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বই বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি নূর হোসেন পাটওয়ারী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে বছরের প্রথম দিনেই সারাদেশে প্রত্যেক স্কুলে শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য।তিনি আরো বলেন যখন শিক্ষার্থীরা নতুন বই হাতে নেন তখন তার খুশির সীমা থাকেনা সেই আনন্দে পড়াশোনার স্পীড বেড়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন দূর্গাপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রুহুল আমিন, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য বাচ্চু কোতওয়াল, জহির মাঝি,ফাতেমা বেগম সহ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক বৃন্দ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে