শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বহিরাগতদের নিয়ে শঙ্কায় সুপ্রিম পার্টি চেয়ারম্যান সাইফুদ্দিন 

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:০৮
বহিরাগতদের নিয়ে শঙ্কায় সুপ্রিম পার্টি চেয়ারম্যান সাইফুদ্দিন 

ফটিকছড়িতে বহিরাগতদের আনাগোনা দেখা দিয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী।

তিনি বলেন, ইতিমধ্যে ফটিকছড়িতে সুপ্রিম পার্টির নেতাকর্মীদের ভয়ভীতি, হুমকি ও হামলা চালানো হয়েছে। এ নিয়ে আমি শঙ্কায় আছি, প্রশাসন কার্যকরী পদক্ষেপ না নিলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে না।

শনিবার সকালে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের বাস ভবনে সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারী সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা জানান।

এ সময় তিনি আরো বলেন, ফটিকছড়ির বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ফটিকছড়ি পৌরসভা, ভূজপুর, পাইন্দং, নাজিরহাট পৌরসভা, জাফত নগর সহ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ভোট কারচুপি, বহিরাগতদের কেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হতে পারে এবং সুপ্রিম পার্টির নেতাকর্মীদের হয়রানি, ভয়-ভীতি প্রদর্শন, হামলার ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানিয়েছি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে