শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আনেয়ারায় আইন অমান্য করায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
  ০৬ জানুয়ারি ২০২৪, ১৯:২৩
আনেয়ারায় আইন অমান্য করায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচন সংশ্লিষ্ট আইন অমান্য করে মোটরসাইকেল চালানো এবং অন্যান্য অপরাধের দায়ে মোবাইলকোর্ট পরিচালনা করে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মাৎ ফারহানা রহমান, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী ও আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিন বিজিজি ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে নির্বাচনী নির্দেশনা না মেনে মোটরসাইকেল চালানো এবং অন্যান্য অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে