শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রাম-১৫, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ২০:৩৩
চট্টগ্রাম-১৫, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার (৭ জানুয়ারী) কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। হাতেগোনা দুয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি দেখা গেলেও অধিকাংশ ভোট কেন্দ্র ছিল ফাঁকা। উপস্থিতি ছিল একেবারে নগন্য। সকাল সাড়ে ৯টার সময় সাতকানিয়া মডেল হাই স্কুল কেন্দ্রে কে বা কারা ৫টি ককটেল নিক্ষেপ করে। তন্মধ্যে ৩টি অবিষ্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। বেলা ১২টার দিকে উপজেলার পূর্বনলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থক এবং স্বতন্ত্রপ্রার্থী ঈগলের সমর্থকদের ইটপাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে দীর্ঘক্ষন ভোটার কেন্দ্রে আসতে বাধাগ্রস্ত হয়। চট্টগ্রাম-১৫ আসনের অন্যান্য সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে