শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কুমিল্লা-১ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছে ৬ জন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮
কুমিল্লা-১ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছে ৬ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছে ৬ জন। জামানত টিকিয়ে রাখতে প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয় প্রার্থীদের। কুমিল্লা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৫শ ১৬ ভোট। যার মধ্যে প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৮৮ হাজার ৮শ ১৫। জামানত টিকিয়ে রাখতে প্রত্যেকের প্রয়োজন ২৩ হাজার ৬শ ১ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উক্ত আসনে ৮জন প্রার্থীর মধ্যে ৬জন তাদের জামানত হারিয়েছে।

এরা হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের মোহাম্মদ আমির হোসেন (৩৯২৫), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের বড়–য়া মনোজিত ধীমন (২৬৫), ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকের মাওলানা মো. নাছির উদ্দিন (৬৩৯), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকের মো. জসিম উদ্দিন ভূঁইয়া (১৯৮), বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীকের মো. জাকির হোসেন (১৪৬) এবং তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের সুলতান জিসান উদ্দিন (২৩১)।

উক্ত আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ইঞ্জিনিয়ার আবদুস সবুর ১ লাখ ৫৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হলেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার নাঈম হাসান। তিনি পেয়েছেন ২৩ হাজার ৬৭৩ ভোট।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে