শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৫০
ধামরাইয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সরকারি ঘোষনা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর রেডিসন গামের্ন্টস কারখানার শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওইসময় মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে শিল্প ও ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। শ্রমিকরা জানান, কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক রয়েছে। কিছুদিন আগে সরকার শ্রমিকদের নতুন বেতন গ্রেড ঘোষনা করে। সেই ঘোষনা অনুযায়ী আমাদের বেতন বৃুদ্ধি না করায় আমরা মহাসড়ক অবরোধ করছি।তারা আরও জানান, আমরা গত কয়েকদিন ধরে কর্তৃপক্ষকে দাবি জানানো হলেও তারা কোন কর্নপাত করছেন না। শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এবিএম রাশেদুল বারী জানান, আমরা কারখানার মালিকদের সাথে শ্রমিকদের সমঝোতার চেষ্টা করছি।

এব্যাপারে রেডিসন কারখানার কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে