শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাকেরগঞ্জের ১০ প্রার্থীর আটজনই হারালেন জামানত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ১০:২০
বাকেরগঞ্জের ১০ প্রার্থীর আটজনই হারালেন জামানত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকা ১২৪ বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে ১০ প্রার্থীর ৮ জনই হারালেন জামানত। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলীয় স্বতন্ত্র প্রার্থী বাদে বাকি সব প্রার্থীই হারিয়েছেন জামানত। সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুসারে বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু ছাড়া ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন, বর্তমান সাংসদ জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না লাঙ্গল ৯১৮৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আম মোশারফ হোসেন ৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী শাহবাজ মিয়া ঈগল ২৯৪ ভোট, জাসদ মোহাম্মদ মহসিন মশাল ১৪৭ ভোট, কামরুল ইসলাম খান স্বতন্ত্র তরমুজ ২০০ ভোট, জাকির খান সাগর স্বতন্ত্র রকেট ১২০ ভোট, মাইনুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস ডাব ১১৪ ভোট, টি এম জহিরুল হক তুহিন তৃণমূল বিএনপি সোনালী আশ ১৭২ভোট।

এসব প্রার্থী ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারান।এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ৫০৯ জন। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ০৯ হাজার ৭৬৬টি। ভোট বাতিল হয়েছে ১হাজার ৭৪৭টি। ভোট প্রদানের হার ৩৭দশমিক ৭৪% শতাংশ।

এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফেজ মল্লিক নৌকা প্রতীকে ৬০হাজার ১০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী উপ জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৩৭৪ ভোট।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে