শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নেত্রকোনায় প্রশিক্ষণ কোর্সের সমাপনী

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১০ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪
নেত্রকোনায় প্রশিক্ষণ কোর্সের সমাপনী

নেত্রকোনায় ২০২৩-২৪ অর্থ বছরের ১ম (৫১তম) ব্যাচের কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন বিষয়ক ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সাকুয়াস্থ যুব ভবনের হলরুমে বুধবার বেলা ১২টায় জেলা যুব উন্নয়ন আধিদপ্তর এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে এবং প্রশিক্ষনার্থী কমল দাসের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিউজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন, কম্পিউটার প্রশিক্ষক এস.এম শহিদুল্লাহ, সহকারী প্রশিক্ষক হুসাইন মোহাম্মদ শাহীন, প্রশিক্ষনার্থী সৈয়দা স্বর্ণা, মো. আরিফুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে ৫৬ জন প্রশিক্ষনার্থী কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন বিষয়ক প্রশিক্ষণ গ্রহন করে।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিউজ্জামান বলেন, স্মাট বাংলাদেশ বিনির্মানে স্মাট নাগরিক প্রয়োজন। এই জন্য যুব সমাজকে স্মাট হিসেবে গড়ে তুলতে হবে। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ।

আপনারা যারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছেন সেই প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে ডিজিটাল ও স্মাট বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে