শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি, সূর্যের দেখা নেই

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  ১০ জানুয়ারি ২০২৪, ১৮:০৬
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি, সূর্যের দেখা নেই

ঠান্ডায় কাঁপছে কুড়িগ্রাম। তীব্র ঠান্ডার কবলে এখানকার মানুষদের অবস্থা জুবুথুবু। বুধবার দ্বিতীয় দিনের মতো এখানে সারাদিন সূর্যের দেখা মেলেনি।

এই ঠান্ডার তীব্রতায় এখানকার মানুষসহ প্রাণীকূল কাতর হয়ে পড়ছে। ছিন্নমূল মানুষেরা মোটা কাপড়ের অভাবে অতিকষ্টে দিনাতিপাত করছে। এখানে ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ার পরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম তেমন দেখা যাচ্ছেনা।

ফলে ঘনকুয়াশা ও ঠান্ডার কারনে প্রয়োজন ছাড়া ঠান্ডা কাতর মানুষরা দুরের পথ পাড়ি দিচ্ছেনা । ঘরেই বসে, শুয়ে দিন পার করছে এখানকার মানুষ। গ্রামাঞ্চলের মানুষরা ঠান্ডা নিবারণে খড়কুটো জ¦ালাচ্ছে। এখানে মানুষের সাথে গবাদী পশুরাও পড়েছে তীব্র ঠান্ডার কবলে।

ঠান্ডার তীব্রতায় শিশুসহ বয়োবৃদ্ধদের মাঝে ঠান্ডাজনিত রোগ জ¦র,সর্দি ও কাশির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ঠান্ডজনিত রোগীর ভিড় দেখা যাচ্ছে। এখানকার নদী অববাহিকার চরাঞ্চলের মানুষরা ঠান্ডায় বিপাকে পড়েছেন। চারাঞ্চলগুলো খোলা স্থানে হওয়ায় হিম বাতাসের মধ্যে তাদের জীবন যাপন করতে হচ্ছে।

ঠান্ডা কাতর চম্পা আক্তার মিষ্টি জানান, এখানে কঠিন ঠান্ডায় আমরা জুবুথুবু জীবন যাপন করলেও আমার এলাকা ফুলবাড়ী ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ী মাষ্টার পাড়ায় এখনো শীতবস্ত্র তেমন বিতরণ হয়নি। হাজার হাজার মানুষ ঠান্ডা কাতর হয়ে ঘরে পড়ে থাকলেও শীতবস্ত্র বিতরণ হচ্ছেনা এখানে।

এ ব্যাপারে কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে ঘনকুয়াশাসহ ঠান্ডা বেড়ে চলছে। ঘনকুয়াশার কারনে এখানে সূর্যের দেখা মিলছেনা। বুধবার কুড়িগ্রামের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এরুপ আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে বলেও জানান সুবল চন্দ্র সরকার।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে