শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কুড়িগ্রামে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ১৮:২৭
কুড়িগ্রামে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

কুড়িগ্রামে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া। কনকনে এ শীতের সময় চার শতাধিক ব্যক্তি শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন।

বুধবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর ২২ বীর অধিনায়ক লে. কর্ণেল গালিব বিন আহমেদ, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

কম্বল পেয়ে সত্তোর্ধ কদভানু বেওয়া জানান, “ঠান্ডাত শরীল জমি যাবার নাগছে। কম্বলটা পায়া খুব উপকার হইল বা।” গত দু’দিন ধরে কুড়িগ্রামে সূর্যের দেখা মেলে নি। তাপমাত্রা নেমে যাওয়ার পাশাপাশি হিম বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে না।

এমন অবস্থায় বয়স্ক ও প্রতিবন্ধী মানুষ শীতবস্ত্র পেয়ে ভীষণ খুশি।

কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের হাজবানু (৬৫) জানান, “আজ কম্বল পায়া খুব উপকার হইল। ছওয়া-পওয়ারা আলাদা হয়া গেইছে। আর্মির লোক আমার কথা মনে রাখি কম্বল দিসে। আল্লাহপাক ওমারগুলার ভালো করুক।”

রংপুর ২২ বীর অধিনায়ক লে. কর্ণেল গালিব বিন আহমেদ বলেন, “কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শীতার্তদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে