শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ২১:০৯
চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গরীব, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর ১৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) কম্বলগুলো বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি অসহায় মানুষদের হাতে কম্বলগুলো তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি। এসময় সেনাবাহিনীর একটি দল কম্বল বিতরণ কাজে নিয়োজিত ছিলেন। কম্বল বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মসিদুল ইসলামসহ কমিটির সদস্যগণ। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে