শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণে নির্বাচনি অনুসন্ধান কমিটির নির্দেশ

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ২১:২২
প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণে নির্বাচনি অনুসন্ধান কমিটির নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং-২৯২, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচনে অংশগ্রহন করা সকল প্রার্থীর নির্বাচনি পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করার নির্দেশ দিয়েছেন এ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ, চট্টগ্রাম) শাহনেওয়াজ মনির।

নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এর কার্যালয় থেকে ৯ জানুয়ারী প্রেরিত স্মারক নং- ১১/২৪ চিঠির মাধ্যমে নির্বাচনি পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মুহাম্মদ আলী হোসাইন, বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী মুহাম্মদ সোলাইমান কাসেমী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ ছালেম, ইসলামী ঐক্যজোট এর মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিনকে নির্বাচনি পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করার নির্দেশ দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এর নির্দেশনার চিঠি পেয়েছি, সেটি প্রার্থীর এজেন্টসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আশাকরি তাঁরা নির্দেশনা মেনে সকল ধরনের নির্বাচনি পোস্টার, ব্যানার ও ক্যাম্প অপসারণ করবেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে