শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পূর্ণমন্ত্রী হলেন মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ১০ জানুয়ারি ২০২৪, ২১:৩৭
পূর্ণমন্ত্রী হলেন মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

মৌলভীবাজারের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পূর্ণমন্ত্রী'র ডাক পেলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগের সরকার গঠন করলে তখন তিনি প্রতি মন্ত্রীর মর্যাদায় সরকার দলীয় হুইপ মনোনীত হন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পূর্ণ মন্ত্রীর মর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ মনোনীত হয়েছিলেন। এবার তিনি সরাসরি পূর্ণমন্ত্রী হলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) তাদের মধ্য থেকে প্রায় অর্ধশত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ গঠনের জন্য বুধবার বিকেল থেকে শপথের জন্য ডাক শুরু হয়েছে। ইতোমধ্যে সেই ফোন পেয়েছেন অনেকেই। এদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সে ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যায়নি।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে