শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা মামলায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১১ জানুয়ারি ২০২৪, ১৭:১২
আটপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা মামলায় একজন গ্রেপ্তার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনার আটপাড়ায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সক্রিয় কর্মী নূরুল আমিন হত্যা ঘটনায় মামলা হয়েছে। নিহতের ভাই সোহাগ হাসান বাদী হয়ে বুধবার রাতে লুনেশ্বর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ নেতা জুনায়েদ, সাখাওয়াত হোসেন বারীসহ ১১জনের নাম উল্লেখসহ ৭-৮জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আটপাড়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সাখাওয়াত হোসেন বারীতে বুধবার রাতেই গ্রেপ্তার করেছে। স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদারের সমর্থক নিহত নূরুল আমিন আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও গ্রামের মো. কাজিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেওশ্রী, লুনেশ্বর ইউনিয়নের দেওগাও ও বানিয়াজান ইউনিয়নের গাভুরগাছ গ্রামে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদারের সমর্থকদের ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। দেওগাঁও বাজারে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সমর্থকরা বিজয় মিছিল বের করে দেওশ্রী বাজারে যায়। ওই বাজারে নৌকার সমর্থকরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে পিন্টুর সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় নূরুল আমীনসহ ১২জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নূরুল আমিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার বিকেলে নূরুল আমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এ ঘটনায় নিহত নূরুল আমিনের ভাই সোহাগ হাসান বাদী হয়ে লুনেশ্বর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জুনায়েদসহ ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এরমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে