রোববার, ০২ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবেঃ এমপি রশীদুজ্জামান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬
দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবেঃ এমপি রশীদুজ্জামান

খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ঝাপিয়ে পড়েছিল বলে ৯ মাসে এদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল-সবুজ পতাকা দিয়েছে। স্বাধীন জাতি হিসেবে আজ আমরা গর্বিত জাতি। মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের এ অবদান স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুকিযোদ্ধাদের কল্যাণে ভাতা বৃদ্ধি সহ আবাসনের ব্যবস্থা করেছে। এমপি রশীদুজ্জামান বলেন, দেশ স্বাধীন হলো দেশ বিরোধী ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ন্যায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সাথে নিয়েই সমৃদ্ধ স্মার্ট পাইকগাছা-কয়রা গড়া হবে। তিনি শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, জামির হোসেন, আব্দুল গফুর, আব্দুল মাজেদ, সবুর হোসেন ও আব্দুর রহমান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে