মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

নীলফামারী জেলা পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭
নীলফামারী জেলা পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বির্নিমানের লক্ষে একটি স্মাট পুলিশ ফোর্স গড়ে তোলার জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রতি বছর নুন্যতম প্রশিক্ষণ গ্রহনের জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে ৬ দিনব্যাপী নীলফামারীতে ‘জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা কোর্স' শুরু হয়েছে।

বাংলাদেশ পুলিশের এএসআই(নিঃ) ও কনস্টেবলদের ৬ দিন মেয়াদী ‘জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আহসান হাবীবসহ অত্র ট্রেনিং সেন্টারের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও প্রশিক্ষণার্থীগণ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে