বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রী’র স্বপ্নের স্মার্ট ইউনিয়ন গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী পলক

টেকনাফ প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৩
প্রধানমন্ত্রী’র স্বপ্নের স্মার্ট ইউনিয়ন গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী পলক
প্রধানমন্ত্রী’র স্বপ্নের স্মার্ট ইউনিয়ন গড়ে তোলা হবে : প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ‘কানেক্টটেড বাংলাদেশ’ প্রকল্পের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে চলমান ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ।

এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প প্রায় ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে, আশা করছি আগামী মাসে ১০-২০ এমবিপিএস পর্যন্ত সেবা দেওয়া হবে। এই ইউনিয়নের সকলে এ সুযোগ-সেবা পাবে, এর ফলে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সরকারের সেবাটা নিশ্চিত করতে পারবো। প্রধানমন্ত্রী’র স্মার্ট ইউনিয়ন গড়ে তোলার যে লক্ষ্য দিয়েছেন সেটি পূরনে জন্য এই প্রকল্প অনেক বেশি সহায়ক হবে।

1

শনিবার (২৭ জানুয়ারি) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে চলমান ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

আরো উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-সচিব জগদীশ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আদনান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক এহসান উল্লাহ সাইফ'সহ ইউপি সদস্যবৃন্দ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে