শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

লোহাগড়ায় ভুয়া ডাক্তারকে ৩ মাসের জেল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৫৩
লোহাগড়ায় ভুয়া ডাক্তারকে ৩ মাসের জেল

নড়াইলের লোহাগড়া উপজেলার মুন্সি আলাউদ্দীন মোড় এলাকায় শেখ মোঃ শফিকুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ডাক্তার শফিফুল ইসলাম যশোর জেলা শহরের বারান্দীপাড়ার মৃত আব্দুল হামিদ শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান জানতে পারেন ভুয়া ডাক্তার শফিকুল ইসলাম বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে মুন্সি আলাউদ্দীন মোড় এলাকায় নুর মদিনা মেডিকেলে রোগী দেখছেন।

পরে তিনি নুর মদিনা মেডিকেলে অভিযান চালান। জিজ্ঞাসাবাদে শফিকুল ভুয়া ডাক্তার প্রমানিত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ বেলাল ও পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, ওই ব্যক্তি বিভিন্ন ডিগ্রী ব্যবহার করে রোগীর চিকিৎসা করতেন। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি নিশ্চিত করা হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে