শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 

রাজস্থলী প্রতিনিধি
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৫
কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের" আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কাপ্তাইয়ের বাস্তবায়নে ৩ দিনব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ "কিন্নরী" তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:মফিজুল হক।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লা আল হাসান। ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ২০ জন মৎস্য চাষী অংশ নিচ্ছেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে