সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ভস্মীভূত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৪
মিরপুরে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ভস্মীভূত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর আজমতপুর গ্রামে দিনমজুর মোহাম্মদ আলেক প্রামানিকের বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ২টি ঘর, ৪টি ছাগলসহ মুল্যবান জিনিস পত্র পুড়ে যায়।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের দরিদ্র দিনমজুর মোহাম্মদ আলেক প্রামানিক ঘুমিয়ে থাকা অবস্থায় গভীর রাতে তার বসত বাড়িতে আগুন লাগে যায়। কেন ও কিভাবে এই আগুনের সুত্রপাত তা নিশ্চিত হতে পারিনি। আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দু'টি ঘরে। পুড়ে ছাই হয় ২টি ঘরসহ ৪টি ছাগল। একটি ছাগল কয়েকদিনের মধ্যেই বাচ্চা দিতো। পরে আশ-পাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, আগুন লাগার পর তারা চেষ্টা করেও কাছে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি। যে কারনে দুটি ঘর, ঘরে থাকা পশু সহ মুল্যবান জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে এখন নিঃস্ব অবস্থায় পরিবার নিয়ে জীবনযাপন করছে দিনমজুর আলেক প্রামানিক।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে