সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মান্দায় রঘুনাথ জিউ মন্দির পরিদর্শনে খাদ্যমন্ত্রী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮
মান্দায় রঘুনাথ জিউ মন্দির পরিদর্শনে খাদ্যমন্ত্রী
মান্দায় রঘুনাথ জিউ মন্দির পরিদর্শনে খাদ্যমন্ত্রী

নওগাঁর মান্দায় শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেছেন মন্দির কমিটির উপদেষ্টা,বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলার সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, বাবু খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়নের ঠাকুরমান্দায় রঘুনাথ জিউ মন্দির পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু,মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানার অফিসার ইনাচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক,মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোপাল প্রামাণিক শুভ্র,সদস্য সুলতান মাহমুদ রায়হান,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, ভাঁরশো ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, পরানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউ’পি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মন্দির পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র,সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, সিনিয়র সহ-সভাপতি মনোজিৎ কুমার এবং বীর মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল প্রমূখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে