গাজীপুর সদর উপজেলায় স্ত্রীর ওপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী আসাদুল ইসলাম আসাদ (২১)।
নিহত আসাদুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার কাশিপুর গ্রামের রবিউল সরদারের ছেলে। সে স্থানীয় নূর মোহাম্মদ এর বাসায় ভাড়া থেকে রেনেসাঁ অ্যাপারেলস লিমিটেড নামক একটি কারখানায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুলের সাথে তার স্ত্রীর সাংসারিক বিষয়াদি নিয়ে প্রায় সময় রাগ অভিমান হতো। শনিবার বিকেলে আসাদুলের স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্ত্রীর সাথে অভিমান করে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং পরে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে অনেকটা সময় পার হয়ে গেলেও ঘরে কোন সাড়াশব্দ না পেয়ে, স্ত্রী এগিয়ে এসে দেখে তার স্বামী ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যাযাদি/এস