শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

পূর্বধলায় বিনষ্ট হচ্ছে ঝড়ে পড়ে যাওয়া মুল্যবান সরকারি গাছ 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫
পূর্বধলায় বিনষ্ট হচ্ছে ঝড়ে পড়ে যাওয়া মুল্যবান সরকারি গাছ 

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে পড়ে যাওয়া সরকারী গাছ নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে ঝড়ে বিধ্বস্ত এসব গাছপালা যথা সময়ে সংরক্ষন না করায় কিছু কিছু গাছ উধাও হয়ে যাচ্ছেও বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার সরকারী জায়গা ও রাস্তার পাশে ছোটবড় অনেক গাছ উপড়ে পড়ে আছে। গাছগুলি বিগত বর্ষা মওসুমে ঘুর্ণিঝড়ে উপড়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার পূর্বধলা-ঘাগড়া সড়কে বিভিন্ন সময়ে ঝড়ে রাস্তার দুই পাশে ছোট বড় প্রায় ২০-২৫টি গাছ উপড়ে পড়ে। সর্বশেষ ঝড়ে এই রাস্তাসহ উপজেলা সদরের রাজাপাড়া রোড, কলেজ রোড, পূর্বধলা সরকারী কলেজ, পূর্বধলা সদর ভুমি অফিসসহ বিভিন্ন স্থানে সরকারী জায়গার গাছ উপড়ে পড়ে। এতে কোথায়ও কোথায়ও অসুবিধায় পড়ে স্থানীয় বাসিন্দারা। কোন কোন স্থানে নিজ উদ্যোগে গাছ কেটে সরিয়ে রাখলেও অধিকাংশ গাছ রাস্তার পার্শবর্তী জমিতে পড়ে আছে।

এতে জমির মালিকগনের ফসল ফলাতে অসুবিধায় পড়তে হচ্ছে। দীর্ঘদিন এসব গাছ লাওয়ারিশভাবে পড়ে থাকলেও গাছগুলিকে সংরক্ষন না করায় কে বা করা নিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। উপজেলার পূর্বধলা-ঘাগড়া সড়কে হাটধলা সুনিল মার্কেটের পাশে রাজধলা বিলপাড়ের দুটি মুল্যবান আকাশী প্রজাতির বড় গাছ দীর্ঘদিন ধরে পড়ে আছিল।

স্থানীয়রা জানিয়েছেন, গাছগুলির আনুমানিক মুল্য প্রায় ৫০হাজার টাকার মত হবে। গত কয়েকদিন আগে জেলা পরিষদের লোক পরিচয় দিয়ে গাছ দুটি নিয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দা গনেস দাসসহ অনেকে জানিয়েছেন। একই রোডে হাটধলা ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমিতে পড়ে থাকা গাছ অনেক অগেই কে বা কারা নিয়ে গেছে। যেসব জমিতে গাছ পড়ে আছে সেইসব জমির মালিকরা জানিয়েছেন গাছ পড়ে থাকায় তাদের জমিতে ফসল ফলাতে অসুবিধায় পড়তে হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, পূর্বধলা উপজেলায় বিভিন্ন জায়গায় ঝড়ে পড়ে থাকা গাছগুলি তালিকা করে সংরক্ষণ ও নিলামে দেওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। খুবই তাড়াতাড়ি তা বাস্তবায়ন হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে