শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

বরিশালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯
বরিশালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আকতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদার।

জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগীতার শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা বক্তব্য প্রদান করেন।

পরে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাভ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় ও অংক দৌড়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিলো কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান পল্লীগীতি, লোকগীতি, উপস্থিত বক্তৃতা ও একক অভিনয়। এছাড়া বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে