শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সোনাতলায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিকর পুরস্কার বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২
সোনাতলায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিকর পুরস্কার বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ১২৯ নং সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও আমেরিকা প্রবাসি আলহাজ্ব জাহিদ উদ্দিন জিলুর অর্থায়নে বুধবার ( ২৮ ফেব্রুয়ারী) স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কোরআন তেলাওয়াত, ইসলামি সংঙ্গীত, ছড়া, কবিতা আবৃত্তি ও খেলাধুলা সহ মোট ৩৩ টি ইভেন্টে একশত প্রতিযোগি শিক্ষার্থী অংশ গ্রহন করেন। দিনভর প্রতিযোগিতা শেষে উত্তীর্ণ প্রতিযোগিদের মধ্যে বিশেষ পুরস্কার সহ অংশগ্রহণকারী প্রত্যে শিক্ষার্থীদের মধ্যে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাপ্রুচাই মারমা, বিশেষ অতিথি ৭নং ওয়ার্ড মেম্বার আবুল হোসেন, স্কুল কমিটির সভাপতি মাওলানা নুরুজ্জামান, প্রধান শিক্ষিকা রোজী বেগম, সহকারী শিক্ষক ফজল আহমদ প্রমুখ ।

প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক আনহার মিয়া। অনুষ্ঠানে মাস্টার আব্দুল আলম, আব্দুস শহীদ, আব্দুল হান্নান, মতব্বির হোসেন, মস্তাব উদ্দিন, ছায়েদ মিয়া, সুন্দর আলী, স্কুল শিক্ষিকা বিলকিস বেগম, পূর্ণা রাণী দেব, শক্তি রাণী দাশ, সুরুজ্জামান, উজ্জ্বল মিয়া, শিবলু মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে